বকেয়া বেতনের দাবিতে রামপুরা-কুড়াতলী সড়ক অবরোধ শ্রমিকদের, স্থবির যান চলাচল
ট্র্যাফিক গুলশানের এডিসি জিয়া উর রহমান বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করতে আমরা ডাইভারশন চালু করছি।’

রামপুরা-কুড়িল সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। ছবি: টিবিএস
রাজধানীর রামপুরা-কুড়াতলী সড়ক অবরোধ করেন ইউরো জোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক।
তারা দুপুর ১২টার দিকে বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে ট্র্যাফিক গুলশানের এডিসি জিয়া উর রহমান বলেন, 'যান চলাচল স্বাভাবিক করতে আমরা ডাইভারশন চালু করছি।'
তিনি আরও জানান, গার্মেন্টস মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।