প্রস্তাবিত ‘স্কুলিং পদ্ধতি’ বাতিলের দাবিতে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত রূপরেখায় বর্ণিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজসহ ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
রোববার বেলা ১১টার পর প্রথমে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরবর্তীতে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন এবং সম্মিলিতভাবে শাহবাগ মোড় অবরোধ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গঠন প্রক্রিয়া নিয়ে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে স্কুলিং পদ্ধতির উল্লেখ রয়েছে। তাদের দাবি, এই পদ্ধতির কারণে কলেজগুলোতে উচ্চ-মাধ্যমিক স্তরের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই শঙ্কা থেকেই তারা রাস্তায় নেমেছেন
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। পরে দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিনিধি দল রওনা হওয়ার পর দুপুর ১২টা ২০ মিনিটে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় শুরু হয়।
তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন বলেন, বৈঠক ফলপ্রসূ না হলে শিক্ষার্থীরা ফের শাহবাগে আসবেন।
রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
