২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা, অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ
অনিবন্ধিত মোবাইল ফোন আমদানিতে শুল্ক প্রত্যাহার ও এনইআইআর ব্যবস্থা সংস্কারের দাবিতে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছিলেন মোবাইল ব্যবসায়ীরা। দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দিয়েছেন তারা। তবে সড়ক ছাড়লেও অনির্দিষ্টকালের জন্য যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে সরে গেলে প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ যমুনা ফিউচার পার্কের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ অবরোধ তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশ-বিদেশের ব্যক্তিবর্গ ও চিকিৎসকদের আসা–যাওয়ায় যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে, তাই আমরা আজকের মতো অবরোধ তুলে নিয়েছি।'
তবে দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ব্যবসায়ী এই নেতা বলেন, 'আমরা আমাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করবো। রাতে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।'
এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সকল মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে, অনিবন্ধিত মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ ট্যাক্স প্রত্যাহার ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে ডিএমপির ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, 'ব্যবসায়ীরা দুপুর ১২টা ৪০ মিনিটে সড়ক অবরোধ করেছিলেন। পরে দাবি পূরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা সোয়া ২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।'
