দেড় মাস ধরে বন্ধ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা, সংকটে রোগীরা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেঙে পড়া যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক সংকটের কারণে এ সেবা বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে সংকটাপন্ন রোগীরা জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি হাসপাতালটি বর্তমানে শুধুমাত্র এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট) সেবা দিচ্ছে, যা গুরুতর অসুস্থ রোগীদের জন্য যথেষ্ট নয়। এই অবস্থায় যেসব রোগীর আইসিইউ প্রয়োজন, তাদের ভর্তি করানো সম্ভব হচ্ছে না।
হাসপাতালের সূত্র বলছে, সেখানে ২২টি ভেন্টিলেটরের মধ্যে চালু আছে মাত্র দুটি, যা আবার দুই-তিন ঘণ্টা পরপর অচল হয়ে পড়ে। তাছাড়া ৩৩টি বাইপ্যাপ মেশিনের মধ্যে সচল আছে মাত্র পাঁচটি। ৩৯টি হাই-ফ্লো ক্যানুলার মধ্যে ৩৬টিই অচল।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় হাসপাতালটিতে ১৮টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছিল। তবে শুরু থেকেই আইসিইউ ইউনিটে যন্ত্রপাতির কার্যকারিতা নিয়ে সমস্যা দেখা দেয়। গত ছয় মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে পাঁচবার চিঠি দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
হাসপাতালটিতে ২৫০ শয্যার অনুমোদন থাকলেও জনবল আছে মাত্র ১৫০ শয্যার জন্য। আইসিইউ ইউনিটে নেই কোনো সিনিয়র কনসালটেন্ট। মাত্র দুইজন জুনিয়র কনসালটেন্ট রয়েছেন, যাদের অন্য ওয়ার্ডেও দায়িত্ব পালন করতে হয়। আইসিইউ বিভাগে আছেন মাত্র একজন মেডিকেল অফিসার।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান বলেন, 'ভেন্টিলেটর ছাড়া আমরা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিশ্চিত করতে পারি না। মাত্র দুটি যেটুকু চলছে, সেগুলোও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, তবে এখনো কোনো সাড়া মেলেনি।'
তিনি বলেন, 'আমরা জেনেছি যে ১০টি আইসিইউ বেড সচল করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে।'
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'জরুরি বিভাগে বিরাজমান পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।'
চট্টগ্রাম সুজনের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, 'চট্টগ্রাম জেনারেল হাসপাতাল গরিব ও প্রান্তিক জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। এখানে চিকিৎসা সেবা বন্ধ থাকা খুবই উদ্বেগজনক।'