চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৫ মে) ভোরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল নয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
মৃত জাফর আলম ওরফে মাইক জাফর (৭০) একই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শফিকুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে জাফর আলম স্থানীয় মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নয়াপাড়া ফুটবল খেলার মাঠ এলাকায়— জঙ্গলের মধ্যে থাকা দলছুট একটি বন্য হাতি আকস্মিক তার ওপর হামলে পড়ে। এক পর্যায়ে হাতিটি জাফর আলমকে শুঁড় দিয়ে ধরে উপর্যুপরি কয়েকটি আছাড় দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে হাতিটি ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে বলে জানান ওসি।
শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ— বনবিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ে অবহিত করেছে।