ইভি সংযোজনে বাংলাদেশের ফাস্টপাওয়ার ও চীনের এনইউসিএল-এর ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

দেশের সবুজ জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ফাস্টপাওয়ার টেক ও চীনের এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংযোজন কারখানা স্থাপনের জন্য ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার গুয়াংজুতে স্বাক্ষর হওয়া এই সমঝোতা স্মারকের (এমওয়িউ) লক্ষ্য একটি টেকসই ইভি ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং দেশে অত্যাধুনিক নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রযুক্তি নিয়ে আসা।
ফাস্টপাওয়ার টেক বাংলাদেশের অন্যতম বৃহৎ লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। এনইউসিএল হলো এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) ও প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তি খাতে নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রেদওয়ানুল বারী জিয়ন ও এনইউসিএল-এর সিইও ফরেস্ট লিয়াং একটি অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় পক্ষের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্টেডফাস্ট কুরিয়ারের কমিউনিকেশন ডিরেক্টর অর্ণব মোস্তফা, বাংলাদেশি প্রবাসী কমিউনিটির শাদমান সাকিব এবং এনইউসিএলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
চুক্তি অনুযায়ী, দুই কোম্পানি ইআরইভি ও পিএইচইভির স্থানীয় সংযোজন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে। এই অংশীদারিত্বে তারা প্রযুক্তি হস্তান্তর, সরবরাহ চেইন উন্নয়ন এবং অবকাঠামো উদ্যোগের উপর জোর দেবে। এর মধ্যে এনইউসিএলের কার ক্লাউড নেটওয়ার্কের আওতায় দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপনও অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মকর্তারা জানান, ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আর ইভি কারখানাটি একটি অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হতে পারে।
ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রেদওয়ানুল বারী জিয়ন বলেন, এনইউসিএলের প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে ফাস্টপাওয়ার টেকের স্থানীয় দক্ষতা ও স্টেডফাস্ট কুরিয়ারের লজিস্টিক ভিত্তিকে একীভূত করে আমরা যানবাহন তৈরির পাশাপাশি একটি দেশকে টেকসই অর্জনে সক্ষম করছেন।
অর্ণব মোস্তফা বলেন, 'এই চুক্তি বাংলাদেশি ভোক্তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। কারণ আমরা কেবল ইভি বিক্রিতেই মনোযোগ দেব না, তার সঙ্গে ব্যাটারি ও চার্জিং স্টেশন থেকে শুরু করে রিসাইক্লিং সমাধান পর্যন্ত একটি ব্যাপক ইকোসিস্টেম তৈরি করব।'
এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং এই চুক্তিটিকে ব্যবসায়িক উদ্যোগের চেয়েও বেশি কিছু বলে অভিহিত করেন।
তিনি বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য একটি পরিচ্ছন্ন ভবিষ্যৎকে গড়ে তোলার জন্যও কাজ করবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের শেষ নাগাদ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বাংলাদেশে জ্বালানি-সাশ্রয়ী পরিবহনের নতুন যুগের সূচনা হবে।
রোডম্যাপ ও ভিশন
এই নতুন উদ্যোগ দেশব্যাপী ইভি যন্ত্রাংশ এবং চার্জিং সরঞ্জাম বিপণনের জন্য স্টেডফাস্ট কুরিয়ারের বিস্তৃত লজিস্টিক নেটওয়ার্ক ব্যবহার করবে।
স্থানীয়ভাবে উৎপাদন করতে এনইউসিএল ইলেকট্রিক কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন (ই-সিভিটি) এবং ব্যাটারি প্রযুক্তিতে তাদের দক্ষতা কাজে লাগাবে। ফাস্টপাওয়ার টেক বাজার সম্প্রসারণ ও ভোক্তাদের কাছে পৌঁছাতে কাজ করবে।
বাংলাদেশের পাওয়ার ব্যাটারি খাতে প্রবেশের লক্ষ্যও রয়েছে যৌথ উদ্যোগের।