ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলটির নাম ও নেতৃত্ব ঘোষণা করা হয়। 'গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ'— এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করেছে নতুন দলটি।
দলের মুখপাত্র হিসেবে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। এছাড়া দলে সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও প্রাক্তন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হয়েছেন।
দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানে বলেন, আমাদের দলের নেতৃত্বে রয়েছে একঝাঁক অভিজ্ঞ এবং বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিত্ব, যা দলটিকে এক বিশেষ বৈচিত্র্য এনে দিয়েছে। আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
দলের মহাসচিব শওকত মাহমুদ এর আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তবে ২০২৩ সালের ২১ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
প্রসঙ্গত, সড়ক নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরিতে সক্রিয় রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুতে উদ্বুদ্ধ হয়ে গড়ে তোলেন 'নিরাপদ সড়ক চাই (নিসচা)' আন্দোলন। সে সময় থেকেই তার রাজনীতিতে আসার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হলেন তিনি।