শুক্রবার সারাদিন বিদ্যুৎবিহীন থাকবে সচিবালয়ের ৭ ভবন

বৈদ্যুতিক উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার (২৫ এপ্রিল) সচিবালয়ের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
গণপূর্ত বিভাগের সচিবালয় উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইনস্টলেশন—কেপিআই) হওয়ায় সচিবালয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা রাখা আছে।
বিজ্ঞপ্তির বিষয়টি সচিবালয়ের মন্ত্রণালয় ও বিভাগগুলো আলাদা অফিস আদেশে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছে।
সরকারি অফিসে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও জরুরি প্রয়োজনে অনেক সময় বন্ধের দিনেও অফিস খোলা রাখা হয়।