'সচিবালয় ভাতা'র দাবিতে আন্দোলন: ৪ কর্মকর্তা-কর্মচারী পুলিশ হেফাজতে
২০ শতাংশ 'সচিবালয় ভাতা'র দাবিতে আন্দোলনরত সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে অন্তত চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পুলিশ যাদের হেফাজতে নিয়েছে তারা হলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও 'কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ'-এর একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিনসহ আরও একজন। আটকের পর তাদের প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় নিজ দপ্তরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশি পাহারায় তিনি অফিস ত্যাগ করেন।
যদিও অর্থ উপদেষ্টা সচিবালয় ভাতার দাবিকারীদের আশ্বাস দিয়েছিলেন যে, বৃহস্পতিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবারও আন্দোলন করেন কর্মচারীরা। একপর্যায়ে বিকেলে আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
