চট্টগ্রাম ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ৭২ ঘন্টার বেশি পানি সরবরাহ নেই ১৬ এলাকায়

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম টিবিএসকে বলেন, “খালের নিচে পাইপের ওপর অনেক শক্ত ঢালাই ছিল। গত তিন দিন ধরে তা কাটা হচ্ছে। ঢালাই কাটার পর ছিদ্র হওয়া পাইপের অংশটুকু কেটে পরিবর্তন করা হবে।...