ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে এই সংলাপ শুরু হয়।
বৈঠক শুরু হওয়ার আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'জাতির আকাঙ্ক্ষা অনুসারে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে হবে। তাহলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে পারবে না। জনগণ গুম, খুন, নিপীড়ন মোকাবিলা করতে পারবে।'
অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আমাদের দলের প্রধান শক্তি তরুণরা। জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তির পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের কাঠামোর গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছিল। '৯০ সালেও গণঅভ্যুত্থানের কথা ইতিহাসে পড়েছি। কিন্তু যে প্রেক্ষিতে, যে আকাঙ্ক্ষায় অভ্যুত্থান হয়, সেটি নষ্ট হওয়ার ফলেই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আসে।
তিনি আরও বলেন, 'সংস্কার বলতে আমরা এমন মৌলিক সংস্কার চাই যার মাধ্যমে রাষ্ট্রের গুণগত পরিবর্তন সম্ভব হবে। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রের বীজ বপন ছিল।'
কমিশনগুলোর সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, 'অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। আংশিক ও ভিন্নমত হলে নোট দিয়েছি। যে সুযোগ এবার তৈরি হয়েছে, জাতির সামনে সেই কমিটমেন্ট আমাদের ধরে রাখতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।'
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আরও যোগ দেন সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ও সমন্বয় কমিটির প্রধান সারোয়ার তুষার।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের মৌলিক সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এ বৈঠক।