গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

বুধবার গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত 'তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ, নীতি ও পরিবেশ ব্যবস্থা' শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'আমি যতটুকু দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং সশস্ত্র হামলা চালিয়েছে, আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হবে।'
গোপালগঞ্জের হামলাকে দুঃখজনক উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, 'আমরা লক্ষ্য করেছি যে সারাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। গতকাল গোপালগঞ্জে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এমন ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। আমরা চাই, রাজনৈতিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলুক; এটাই আমাদের প্রত্যাশা।'
নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জুলাইয়ের গণবিপ্লবের পরে আবার এই জুলাইয়ে এসে আমাদের বলতে হচ্ছে, নৌকা প্রতীক থাকবে কি না। এমনকি লীগ নিষিদ্ধ হওয়ার পরও এটি নিয়ে কথা বলতে হচ্ছে। এটা দুঃখজনক।'
তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি সরকারের একজন অংশ হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে বলছি, জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত। আমি অনুরোধ করব, নির্বাচন কমিশন যেন বিষয়টি পুনর্বিবেচনা করে।'
আসিফ মাহমুদ বলেন, 'জুলাইয়ের যে স্পিরিট ছিল এবং যে দল ও প্রতীকটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই প্রতীককে আবার নির্বাচন কমিশনের তালিকায় রাখা জুলাইয়ের গণবিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।'