প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু; প্রধান আলোচ্য বিষয় ডিসেম্বরে নির্বাচন

বিএনপির একটি প্রতিনিধি দল আজ (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে। আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনার জন্য দলটি এ বৈঠকের অনুরোধ জানিয়েছিল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, বৈঠকটি যমুনা অতিথি ভবনে ১২টা ১০ মিনিটে শুরু হয়।
এর আগে জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিল বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগে বলেছিলেন, 'আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি। তার সঙ্গে বৈঠকের পর এই [নির্বাচন] বিষয়ে কথা বলব।'
গতকাল রাতে (১৫ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। আসন্ন নির্বাচন নিয়ে দলের অবস্থান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু ঠিক করাই ছিল ওই বৈঠকের উদ্দেশ্য।

বিএনপির শীর্ষ নেতারা ইউএনবিকে জানিয়েছেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের পর পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টাই দলটি মেনে নেবে না; এমন 'কঠোর বার্তা' প্রধান উপদেষ্টাকে জানানো হবে।
তারা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সময়সূচি নিয়ে একটি স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বানও জানাবেন।
এর আগে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পুনরায় জানান, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, 'আমি আগেও বলেছি, আবারও বলছি—নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা চাই, এই নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন।'
এ জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, 'আমি আশা করি, রাজনৈতিক দলগুলো উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নির্বাচনের প্রস্তুতি শুরু করবে।'