চট্টগ্রামে বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রামে সীতাকুণ্ডে বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের চিন্নমুলের রেনুর ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে তিনটি জাল, চাপাতি, ছুরি, বর্শা।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অর্জুন চাকমা (৪০), বিজয় চাকমা (৩২), ন্যাশন চাকমা (৪২), রকি চাকমা (২৩), প্রান্তু চাকমা (২২), সুনীল কান্তি চাকমা (৪০), সুকান্ত চাকমা (২০) ও মিতু চাকমা (৩০)। তারা সবাই খাগড়াছড়ির মহালছড়ি থানার উল্টাছড়ি বিহারপাড়ার বাসিন্দা।
চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্নিতা ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃতদের লিখিত বয়ান অনুযায়ী আজ ভোর ৫টার দিকে তারা মহালছড়ি থেকে বন্যপ্রাণী শিকারের জন্য সেখানে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।