বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত অবস্থায় নিয়ে যেতে চাই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আমরা বিনিয়োগে আমূল পরিবর্তন নিয়ে আসব। বাংলাদেশের অর্থনীতিকে আমরা একটি মুক্ত অবস্থায় নিয়ে যেতে চাই। বিনিয়োগের মাধ্যমে যে অর্থনীতি এগিয়ে যাবে, সে অর্থনীতি স্থিতিশীল হয়।'
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর হোটেল সারিনায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর অতিথিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দলের ভবিষ্যৎ বিনিয়োগ নীতি বাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
আমীর খসরু বলেন, 'বিনিয়োগের স্বার্থে সবার মধ্যে ঐক্য থাকা উচিত। আমরা বিশ্বাস করি, বিনিয়োগ ছাড়া দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধ্বংস হয়েছে।'
তিনি বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিমালা নিয়ে প্রস্তুত বিএনপি। এর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে যা যা করণীয়, আমরা করব।'
বিনিয়োগ-সমৃদ্ধ দেশ গড়তে বিএনপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'জনস্বার্থে করা অন্তর্বর্তীকালীন সরকারের সব বিষয়কে আমরা সমর্থন করি। তবে সম্মেলনে আগত সকল বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের নীতিমালা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আশা করি, যে নীতিমালা নির্ধারণ করেছি, তা বিদেশি বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হবে।'