ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য একটি দেশের দলের শাখা হিসেবে কাজ করে। বিএনপির কোনো পরিচয় বদলাতে হয় না, কারণ বিএনপির পরিচয় এ দেশের মানুষ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায়ের বড় উৎসব অন্য সম্প্রদায়ের জন্যও আনন্দের হয়ে ওঠে। উৎসব বিভাজন তৈরি করে না, বরং মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। এই সময়ে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।'
তিনি বলেন, 'ধর্ম ভিন্ন হলেও জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন সবার, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। কিন্তু বাংলাদেশের সৌন্দর্য হলো, এখানে কোনো বিভাজন নেই। সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে বলেই চক্রান্ত নস্যাৎ হচ্ছে।'
রিজভী অভিযোগ করেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। পূজার সময়টাকে কাজে লাগানোর অপচেষ্টা চলছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পক্ষ দীর্ঘদিন ধরে মদদ দিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের এক ইঞ্চি জমির প্রতি কেউ কুনজর দিলে তার চোখ ফুটো করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, 'এ দেশে হিন্দু-মুসলমানের কোনো বিভেদ নেই। মানুষের খাবার, পোশাক ও চিন্তা সব এক।'