আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি; সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রধান প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল (৭ এপ্রিল) গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাত ১০টার দিকে উত্তরা সেক্টর-৩-এ তার বাসায় অভিযান চালানো হয়।
ওসি আরও জানান, নীলফামারীতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।