যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
ঈদের টানা ৯ দিনের ছুটির পর, আজ রোববার (৬ এপ্রিল) প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে শুল্ক ইস্যুতে নেগোসিয়েশনের (সমঝোতা) উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করেন তিনি।
রমজান ও ঈদের সময় দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে ছিল এবং মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, 'ঈদে পণ্যের দাম কম ছিলো। ঈদ ভালো কেটেছে।'
দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে, রিজার্ভ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এত দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ২ এপ্রিল নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।