বাংলাদেশ-ভারত সম্পর্ক খুব বেশি খারাপ পর্যায়ে যায়নি, উন্নয়নে কাজ করছেন প্রধান উপদেষ্টা: সালেহউদ্দিন আহমেদ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক খুব বেশি খারাপ পর্যায়ে যায়নি এবং ভবিষ্যতে তা আর অবনতির দিকে যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও বিভিন্ন জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।'
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে সরাসরি কথা বলেছেন কি না— এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'ভারতের সঙ্গে নয় তবে এর সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলেছেন।'
দুই দেশের সম্পর্কের ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, 'বাণিজ্য এবং রাজনীতিকে আলাদাভাবে দেখা উচিত। কূটনৈতিক ক্ষেত্রে কিছু স্পর্শকাতর বিষয় বা বাগাড়ম্বর থাকলেও অর্থনৈতিক স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।'
তিনি জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেই আজকের বৈঠকে ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই আমদানিতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'ভারত বাদ দিয়ে ভিয়েতনাম থেকে চাল আনলে প্রতি কেজিতে ১০ টাকা বেশি খরচ হতো।'
সালেহউদ্দিন আহমেদ আরও জানান, কিছুটা দেরি হলেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোরালো চেষ্টা চলছে। তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি নিজেও ভারতের হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, সম্পর্ক উন্নয়নে তারাও কাজ করছেন।'
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে প্রচলিত ধারণা প্রসঙ্গে তিনি বলেন, 'বাইরে হয়তো শোনা যায়, কি না কি হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে যায়নি। তবে কিছু কিছু বক্তব্য আছে এগুলো বন্ধ করা কঠিন।'
সম্প্রতি বিভিন্ন মহলের ভারতবিরোধী বক্তব্যের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এগুলো আমাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করছে। এগুলো আমাদের জাতীয় অভিব্যক্তি নয়।'
আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিকতায় বিশ্বাসী এবং ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বর্তমানে দুই দেশই নিজ নিজ কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তাজনিত কারণে সোমবার (২২ ডিসেম্বর) থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রমও আংশিক ব্যাহত হয়।
এদিকে, সোমবার ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে ঢাকা ও দিল্লি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
