হাদিকে সিঙ্গাপুরে নিতে নিজস্ব বাজেট থেকে টাকা দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, 'হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে যখন সিদ্ধান্ত হয়েছে, তখন টাকার বিষয়টি অবভিয়াসলি [স্বাভাবিকভাবেই] এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে, যা-ই লাগে—এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে নিতে হবে, নেওয়া হোক। টাকা-পয়সা কোনো ব্যাপার না, আমরা অ্যালোকেশন [বরাদ্দ] দেব।'
তিনি আরও বলেন, 'লাকিলি [সৌভাগ্যবশত] মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকেই এটা দিচ্ছে। পরে হয়তো আমরা হিসাব করব। তবে এ ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন মেডিকেল বোর্ড বলেছে, তখন ইমিডিয়েটলি [তাৎক্ষণিক] সরকার বিষয়টি আমলে নিয়েছে।'
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স আজ দুপুর ১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে।
নির্বাচনের বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, 'নির্বাচন কমিশনকে আমরা বেঁধে ধরে বলব না যে এত টাকার মধ্যে করতে হবে। কারণ তাদের লজিস্টিকস ও সাপোর্টিং অনেক লোক কাজ করবে। ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ হবে। ওটা ওরা (ইসি) দেবে, এ ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন [আপত্তি] নেই। তারা যখন চাইবে, আমরা যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেব।'
দেশের রাজনৈতিক পরিস্থিতি 'সন্তোষজনক' উল্লেখ করে তিনি বলেন, 'রাজনৈতিক পরিবেশ আমি মনে করি কনজেনিয়াল [অনুকূল]। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে। নির্বাচনের শিডিউল নিয়েও সবাই একমত। আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি ভালো আছে, সামনে আরও কঠোর হবে।'
উপদেষ্টা জানান, এদিন ক্রয় কমিটির ৫০তম এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির ৪০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষিণ কোরিয়া থেকে তুলনামূলক কম দামে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে।
তিনি বলেন, 'আমরা এলএনজি আনছি সবচেয়ে কম দামে, প্রতি ইউনিট ৯.৯ ডলারে। সাধারণত এটা ১২-১৩ ডলারে কেনা হতো। এছাড়া ৫০ হাজার মেট্রিক টন চাল ও ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।'
বগুড়া ও নওগাঁয় দুটি সারের গুদাম নির্মাণ এবং পটুয়াখালীতে একটি সেতু নির্মাণের প্রস্তাবও পাস হয়েছে বলে জানান তিনি।
রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের একটি বড় অনুদান (গ্র্যান্ট) প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা বাস্তবায়ন করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, 'প্রজেক্টটি রোহিঙ্গাদের পুনর্বাসন ও সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য। রোহিঙ্গারা থাকুক বা না থাকুক, এই শেল্টারগুলো পরবর্তীতে আমাদের জনগণের কাজেই লাগবে।'
উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'বিগত সরকারের নেওয়া অনেক প্রকল্প ৫০-৬০ শতাংশ কাজ হয়ে গেছে। সেগুলো এখন বন্ধ করে দিলে পুরো টাকাই লস। তাই বিবেচনা করে আমরা কিছু প্রকল্প শেষ করছি। তবে নতুন প্রকল্প খুব বেশি নেওয়া হচ্ছে না।'
