চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে ‘পরিকল্পিত’ ডাকাতি; আহত ৮, সোনা-টাকা লুট

শনিবার (৫ এপ্রিল) ভোররাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে একটি বাড়িতে ডাকাতের হামলায় তিন পরিবারের আটজন আহত হয়েছেন।
রাত আড়াইটার দিকে গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এ ডাকাতি ঘটে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
ওসি মনির হোসেন বলেন, 'ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, এটি একটি সুপরিকল্পিত ডাকাতি বলে মনে হচ্ছে। ডাকাতরা সম্পত্তির কিছু কাগজপত্র, নগদ দুই লক্ষ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।'
আহতদের মধ্যে রয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫) এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্ভু (৬০) এবং নিতাই (৫৫)।
খবর পেয়ে ওসি মনির হোসেন ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল মই ব্যবহার করে ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে।
এ সময় ডাকাতদের কাছে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির বাসিন্দারা যাতে পালাতে না পারেন বা আশপাশের কাউকে ডাকতে না পারেন, সেজন্য প্রতিটি ঘরের বাইরে পাহারা বসায় তারা।
ওসি জানান, হামলার সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পরিবারের একজন সদস্য ডাকাত দলের একজনকে চিনে ফেলেছেন।
'তথ্য সংগ্রহের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি দল পাঠিয়েছি, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন ওসি।