হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামি, ধাওয়া দিয়ে ধরলো জনতা

গাজীপুর জেলা জজ আদালতের প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার আসামি হাতকড়া খুলে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় আবার ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর একটার দিকে নির্ধারিত হাজিরা শেষে তাকে কোর্টের গারদখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।
উক্ত আসামির নাম মামুন ওরফে লাল চান ওরফে কালাচান (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর থানার বেরবাড়ি খন্দকারপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলায় ওই দিন মামুনকে গাজীপুর অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আনা হয়। দীর্ঘদিন ধরে তিনি ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন কৌশলে হাত থেকে হাতকড়া খুলে জজ কোর্টের মূল ফটকের সামনে থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ পিছু ধাওয়া করে। পরে পালিয়ে গিয়ে একটি বাউন্ডারি ওয়ালের ভেতর জঙ্গলে লুকানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই তাকে পুনরায় আটক করে।
গাজীপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিকে পুনরায় গ্রেফতার করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।