ঈদের আগে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন যাত্রীরা

আজ (৩০ মার্চ) চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ। আজও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। তবে টার্মিনালে অতিরিক্ত চাপ নেই। স্বাচ্ছন্দ্যে বাসে উঠছেন যাত্রীরা।
তবে কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায় করার অভিযোগও আছে।
মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে একের পর এক বাস। টার্মিনালে যাত্রী থাকলেও যে পরিমাণ বাস আছে, সে তুলনায় যাত্রী অনেক কম।
লাইনম্যান আলী আকবর বলেন, 'কয়েকশো বাস এখন টার্মিনালে আছে, যাত্রী নিয়ে ছাড়ার জন্য। যদিও যাত্রী আছে, তবে সেটা বাসের তুলনায় খুবই নগণ্য।'
তিনি বলেন, যত যাত্রী দেখা যাচ্ছে, তার অন্তত ১০ গুণ যাত্রী একবারে বহন করার মতো বাস টার্মিনালে পার্ক করা আছে।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, যাদের ঢাকায় কাজ ছিল, ব্যবসা-বাণিজ্য ছিল, তারাই আজ যাচ্ছেন ।
ময়মনসিংহের যাত্রী, চাকরিজীবী সাকিব আল আবরার বলেন, 'অফিস ছিল, তাই আগে যেতে পারিনি। গতকাল সর্বশেষ অফিস শেষে ছুটি দিয়েছে, এজন্য আজ যাচ্ছি।'
মিজানুর রহমান নামের একজন যাত্রী বলেন, 'আমাদের কসমেটিকসের ব্যবসা। গতকাল পর্যন্ত আমি ছিলাম। আজ বাড়িতে যাচ্ছি।'
এদিকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এসেছে মহাখালী থেকে ছাড়া সৌখিন বাসের বিরুদ্ধে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ পর্যন্ত সরকার-নির্ধারিত ভাড়া ৩২০ টাকা। কিন্তু তাদের বিরুদ্ধে ৪০০ টাকা করে ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যদিও পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট ও মালিক সমিতির প্রতিনিধিদের হস্তক্ষেপে সরকার-নির্ধারিত ভাড়ায় যাত্রী বহন শুরু করে তারা এবং পরবর্তীতে আর বেশি ভাড়া আদায় করবেন না বলে জানান স্টাফরা।