পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের দাবি বামপন্থী নেতারাই প্রথম হামলা করেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দাবি করেছে, তৈরি পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সচিবালয়ের কাছে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিক্ষোভের সময় বামপন্থী সংগঠনের কয়েকজন নেতা প্রথমে পুলিশের ওপর আক্রমণ করেন।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষে অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, 'বিক্ষোভকারীরা শ্রম ভবন থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। পুলিশ ব্যারিকেড দিলে বামপন্থী সংগঠনের কয়েকজন নেতা ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর হামলা করেন।'
তবে, সংঘর্ষে বিপ্লবী ছাত্র ঐক্যের সভাপতি দিলীপ রায়সহ প্রায় ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ইউএনবি।
বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
টিএনজেড অ্যাপারেল লিমিটেড, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, স্টাইল ক্রাফট গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৫০০ শ্রমিক দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে বেতন, ঈদ বোনাস ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে মিছিল বের করেন।
এ সময় পোশাক শ্রমিকেরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।