সাতরাস্তা মোড়ে অবরোধ প্রত্যাহার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাজধানী তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তেজগাঁও ট্রাফিক পুলিশ জানায়, শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে সড়ক ছেড়ে চলে গেছে। সড়কে যানচলাচল শুরু হয়েছে। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি কিছুটা ধীর গতিতে গাড়ি চলছে।
আজ বৃহস্পতিবার তিন দফা দাবি পূরণে কর্তৃপক্ষকে চাপ দিতেই সাতরাস্তা মোড় অবরোধ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাংশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্র্যাফিক বিভাগের এক ফেসবুক পো্টে থেকে জানা যায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী বিভিন্ন দাবিতে তেজগাঁওয়ের সাতরাস্তায় রাস্তা অবরোধ করে।