গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সরকারপ্রধান নিহত

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত কর্মকর্তাদের তালিকায় গাজা উপত্যকায় তাদের সরকার প্রধান এসাম আল-দালিসের নাম প্রকাশ করেছে হামাস।
নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক বাহজাত আবু সুলতানের নাম উল্লেখ করে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, 'ইহুদিবাদী দখলদার বাহিনীর বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে এই নেতারা ও তাদের পরিবার শহীদ হয়েছেন।'
দালিস গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। তিনি ২০২১ সালের মার্চ মাসে গাজা আন্দোলনের নেতা নির্বাচিত হন এবং সেই বছরের জুনে এর প্রধান প্রশাসক হন।
২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল দাবি করেছিল তাদের হামলায় ডালিসসহ অন্যান্য নেতারা নিহত হন।
এর আগে হামাসের দুটি সূত্র এএফপিকে জানিয়েছিল, গাজা সিটিতে বিমান হামলায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আবু ওয়াতফা নিহত হয়েছেন।