গাজার কিছু এলাকায় দৈনিক ১০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল আজ রবিবার থেকে গাজা উপত্যকার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটি এলাকায় প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত 'মানবিক উদ্দেশ্যে' যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রবিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন শনিবার, ইসরায়েলি বাহিনী অন্তত ৭১ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে ৪২ জন ত্রাণের খোঁজে থাকা মানুষ ছিলেন। একইসঙ্গে আরও পাঁচজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন।
এছাড়া, গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করায় 'ফ্রিডম ফ্লোটিলা'র হান্দালা জাহাজটি আটক করেছে ইসরায়েল। জাহাজটির ২১ জন ক্রুকে আটক করা হয়েছে।
ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার ৭৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৪৪ হাজার ৪৭৭ জন আহত হয়েছেন। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে বন্দি করে রাখা হয়।