স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৬১৩ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ার কথা উল্লেখ করেছে বাজুস।
বাজুস জানায়, সোমবার (১৭ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৪৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
এর আগে গত ৮ মার্চ বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে আনে। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা।