মিশরের জাদুঘর থেকে উধাও হওয়া ফারাওয়ের অমূল্য সোনার ব্রেসলেটটি চুরির পর গলিয়ে ফেলা হয়েছে
মিশরের একটি জাদুঘর থেকে চলতি মাসের শুরুতে উধাও হয়ে যাওয়া ৩,০০০ বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট চুরি করে গলিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে দেশটির প্রত্নতত্ত্ব ও পর্যটন মন্ত্রণালয় ব্রেসলেটটি হারানোর কথা জানিয়েছিল। এটি ছিল রাজা আমেনেমোপের, যিনি প্রায় ১,০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশর শাসন করেছিলেন।
গোলাকার লাপিস লাজুলি পুঁতি দিয়ে সজ্জিত এই অলংকারটি ৯ই সেপ্টেম্বর একটি সংরক্ষণ গবেষণাগারের সিন্দুক থেকে উধাও হয়ে যায়।
চুরির ঘটনার পর, গবেষণাগারে থাকা প্রত্নবস্তুগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এটি বিদেশে পাচার হয়ে যেতে পারে এই আশঙ্কায় মিশরের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত পারাপারের প্রত্নতত্ত্ব ইউনিটগুলোতে নিখোঁজ ব্রেসলেটটির ছবি পাঠানো হয়েছিল।
তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে জাদুঘরের একজন পুনরুদ্ধার বিশেষজ্ঞকে শনাক্ত করে। তিনি প্রত্নবস্তুটি নিয়ে একজন রুপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। সেই ব্যবসায়ী কায়রোর ঐতিহাসিক গহনার এলাকার একটি ওয়ার্কশপের মালিকের কাছে এটি হস্তান্তর করেন। এরপর ওয়ার্কশপের মালিক ব্রেসলেটটি একজন সোনা গলানোর কারিগরের কাছে বিক্রি করেন, যিনি অন্যান্য জিনিসের সাথে ধাতুটিকে গলিয়ে ফেলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিক্রির টাকা, যার মূল্য প্রায় ১ লাখ ৯৪ হাজার মিশরীয় পাউন্ড (৪,০০০ ডলার), তা জব্দ করা হয়েছে।
গিজার পিরামিডের কাছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের নভেম্বরে পরিকল্পিত উদ্বোধনের কয়েক সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটল। এই জাদুঘরটি দেশের প্রাচীন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী কেন্দ্র এবং মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন শিল্পের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান।
