ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

সোনা চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক রেজাউল করিমের দাখিল করা আবেদনে বলা হয়, চোরাচালানের মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ কুমার ও এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা দেশত্যাগ করলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদেশে দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা এবং এনামুল হক দোলনের স্ত্রী শারমীন খান, সন্তান আলিফ ইমরান খান ও লভিন খানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে ভিন্ন এক মামলায় জেলহাজতে আছেন। জামিনে মুক্ত হয়ে তিনি বিদেশে চলে যেতে পারেন। অন্য অভিযুক্তরাও পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এজন্য বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জরুরি।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলায় কারাগারে রয়েছেন। এদিকে, চলতি বছরের ১১ এপ্রিল বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।