রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া রেললাইন বেঁকে সরে গেছে ও সংঘর্ষে দুটি ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহিদুল আলম জানান, দুপুরে ওয়াশপিট থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বের হচ্ছিল। তখন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটে ঢুকানো হচ্ছিল। এ সময় বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধূমকেতু ট্রেনের ধাক্কা লাগে। এতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন বেঁকে যায়। তবে ট্রেনে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি পদ্মা এক্সপ্রেস ট্রেন হয়ে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রাজশাহী স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার না করা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে নির্ধারিত সময়ে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়া সম্ভব হবে না।