হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

হাইকোর্ট আজ (১২ মার্চ) অভিনেত্রী ও বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে হত্যাচেষ্টার মামলায় জামিন দিয়েছেন।
বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
শমী কায়সারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল শুনানিতে অংশ নেন।
গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় ইশতিয়াক মাহমুদ নামক এক ব্যবসায়ী হামলায় আহত হন। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করা হয়।
এই মামলায় শমী কায়সারকে ৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় এবং ৯ নভেম্বর ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠান।
নিম্ম আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।
শুনানি শেষে হাইকোর্ট ১০ ডিসেম্বর তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে এবং এ বিষয়ে একটি রুল জারি করে। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন আদেশ স্থগিতের আবেদন করে।
১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন স্থগিত করে।
পরে আপিল বিভাগ রুল শুনানির বিষয়টি বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠায়।