পল্টনে আটক সেই পানি সাপ্লাইকারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ

রাজধানীর পল্টনে হিযবুত তাহরীর সদস্যদের ওপর হামলার সময় আটক পানি সাপ্লাইকারীকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনটের দিকে ডিএমপির মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাকে নিজের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই ব্যক্তিকে আসিফ মাহমুদের সঙ্গে দেখা যায়।
এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের 'মার্চ ফর খিলাফত'- পুলিশের সঙ্গে সংঘর্ষকালে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। পরবর্তীতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তবে তাকে নিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি উপদেষ্টা আসিফ।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন আসিফ।
পোস্টে তিনি লেখেন, '৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল।'
তিনি লিখেছেন, 'গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে।'
তিনি আরও লেখেন, 'মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।'
সবশেষে আসিফ লিখেছেন, 'জনতাই শক্তি'।