পল্টনের আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে শহিদুল ইসলাম বাবু (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে পল্টনের বিজয়নগর এলাকার 'পল্টন আবাসিক হোটেল'-এর তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম বাবু বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা এবং জাতীয় পার্টির (জাপা) বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান।
তিনি বলেন, 'শহিদুল ইসলাম বাবু দলীয় কাজে গত কয়েকদিন ধরে ঢাকায় ওই আবাসিক হোটেলে ছিলেন। গতকাল রাত থেকে পরিবারে সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে ঢাকায় তার দলের অন্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বৃহস্পতিবার দুপুরে ওই আবাসিক হোটেলে যান এবং হোটেল কর্তৃপক্ষকে নিয়ে রুমের ভেতরে ঢোকেন। তখন তাকে বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়।'
তিনি আরও বলেন, 'শহিদুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে দুইবার স্ট্রোক করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।'
ওসি বলেন, 'তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
