সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির শঙ্কা, অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই পরিস্থিতিতে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন তিনি।
একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন দলটির এই নেতা।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, 'আপিল শুনানি চলাকালে যেভাবে বিএনপির মহাসচিব ও তাদের নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং বৈঠক শেষে ওই দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হলো, তাতে এই কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কা করছি। এজন্য প্রয়োজনে আমাদের আবারো রাজপথে নামতে হতে পারে।'
নির্বাচন কমিশনের ওপর আস্থা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, 'গত দুই দিনের শুনানিতে কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে কনফিডেন্স হারিয়েছে। আজকের পর জাতীয় নাগরিক পার্টি আর নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না। এই পরিস্থিতিতে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না, সেটা পুনর্বিবেচনা করব।'
তিনি আরও যোগ করেন, 'আমরা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না, তবে বিষয়টি অবশ্যই আমাদের পুনর্বিবেচনায় থাকবে। অপরাপর রাজনৈতিক দলগুলো ও ১০ দলীয় ঐক্যের সাথে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।'
নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, 'এই পরিস্থিতি চলতে থাকলে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সাথে আবারো বসব। বর্তমান অবস্থা বজায় থাকলে আমরাসহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা আবারো ভাবতে হবে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক।'
নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, নির্বাচন কমিশন স্বউদ্যোগে যেভাবে ঋণখেলাপিদের সহযোগিতা করছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। এমনকি একজন কমিশনার একজন প্রার্থীর স্ট্যাম্পে কীভাবে লিখতে হবে, সেটাও বলে দিচ্ছেন।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কমিশনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, 'কয়েকদিন আগে জামায়াতের তিনজন প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কারণে যে গ্রাউন্ডে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনারগণ স্বাক্ষর করেছিলেন, সেটি আজকে বাতিল করা হয়েছে। এর একমাত্র কারণ হলো, বিএনপির অধিক সংখ্যক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হওয়া থেকে রক্ষা করা।'
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির প্রতি কমিশনের বিশেষ পক্ষপাতের অভিযোগও জোরালোভাবে তুলে ধরেন। এ সময় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
