২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত আরও কমে ৬.৬%

সরকার রাজস্ব আদায়ে জোর দিলেও ২০২৪–২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত আরও কমে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে। এর আগের অর্থবছরে এই অনুপাত ছিল ৭.৪ শতাংশ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, 'পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের কর-জিডিপি অনুপাত ১২ শতাংশের বেশি; আর আমাদেরটা আরও নেমে ৬.৬ শতাংশে দাঁড়িয়েছে, যা উদ্বেগজনক।'
পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই হিসাব করেছে। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি।'
আজ উপস্থাপিত সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২৪–২৫ অর্থবছরে এনবিআর সংগ্রহ করেছে প্রায় ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকার বিপুল পরিমাণ কর ছাড়ও দিয়েছে।