করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইন ই-ভ্যাট রিফান্ড চালু
ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করতে এবং করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে একটি স্বয়ংক্রিয় অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন এই ব্যবস্থার অধীনে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এর পরিবর্তে রিফান্ডের টাকা সরাসরি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ৪৫.৩৫ লাখ টাকার প্রথম দফার রিফান্ড সরাসরি পাঠানোর মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।
আবদুর রহমান খান বলেন, 'আমরা কর ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পুরোপুরি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চাই। এই ডিজিটাল উদ্যোগ নিশ্চিত করবে যে প্রকৃত করদাতারা কোনো ধরনের কায়িক হস্তক্ষেপ বা বিলম্ব ছাড়াই তাদের রিফান্ড পাবেন।'
যেভাবে কাজ করবে
এনবিআর বিদ্যমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন রিফান্ড মডিউল যুক্ত করেছে। এই মডিউলটি অর্থ বিভাগের 'আইবিএএস++' (iBAS++) সিস্টেম এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সাথে ডিজিটালভাবে সংযুক্ত।
এই সুবিধা পেতে করদাতাদের তাদের মাসিক অনলাইন ভ্যাট রিটার্নের মাধ্যমে রিফান্ডের জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদনটি প্রক্রিয়া ও অনুমোদন করার সাথে সাথেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে।
আরও পড়ুন: ব্যবসায়ীদের স্বস্তি দিতে আজ থেকে ই-ভ্যাট রিফান্ড চালু করছে এনবিআর
আগে ভ্যাট রিফান্ড পাওয়া ছিল একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যেখানে প্রচুর কাগজপত্রের কাজ এবং বারবার ভ্যাট অফিসে যাতায়াতের প্রয়োজন হতো। ফলে প্রায়ই হয়রানি ও বিলম্বের অভিযোগ উঠত।
এই মডিউলটি বাস্তবায়নের ফলে আবেদন থেকে শুরু করে অর্থ পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এখন স্পর্শহীন (কন্ট্যাক্টলেস) এবং কাগজবিহীন (পেপারলেস) হয়ে গেছে।
এনবিআর-এর একজন কর্মকর্তা বলেন, 'এনবিআর-এর সমস্ত কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য আমাদের যে চলমান প্রচেষ্টা, এটি তারই একটি অংশ। এটি কেবল ব্যবসায়ীদের সময় ও খরচই সাশ্রয় করবে না, বরং বাংলাদেশে ব্যবসা করার সহজলভ্যতাও বৃদ্ধি করবে।'
নতুন অনলাইন রিফান্ড মডিউল সম্পর্কে কোনো প্রযুক্তিগত সহায়তা বা তথ্যের প্রয়োজন হলে করদাতাদের নিজ নিজ ভ্যাট কমিশনারেটের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।
