এস আলমের ৩০৭ শতক জমি, ২টি ফ্ল্যাট ও ৪ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ শাখার ২ হাজার ২৮০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০৭ শতক জমি, ২টি ফ্ল্যাট ও ৪ কোটি ৩২ লাখ টাকার একটি ব্যাংক হিসাব ক্রোক করার আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন।
২ হজাজার ২৮০ কোটি ২৮ লাখ টাকা ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা।
মামলার আবেদন তালিকায় পুবালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা, ঢাকায় আনুমানিক ১,৩৫০ থেকে ১,৫০০ বর্গফুটের ২টি ফ্ল্যাট ও ৩০৭ শতকের ৮টি জমির তালিকা উল্লেখ করা হয়।
অভিযুক্তরা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করায় ব্যাংক আদালতের কাছে অনুরোধ করেছে, মামলা চলমান থাকাকালীন সংশ্লিষ্ট সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশনা দিতে, যাতে এসব স্থানান্তর না করা হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।