তরুণদের জন্য ১০০ কোটির তহবিল, ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপনে আরও ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব
দেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।
পাশাপাশি 'তারুণ্যের উৎসব' উদ্যাপনের জন্যও আরও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।
আজ সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, তরুণ উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত এই তহবিল এবারই প্রথম। আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারুণ্যকে দেশের উন্নয়নে আরও সক্রিয়ভাবে যুক্ত করতে আগামী অর্থবছরে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদ্যাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, "'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদ্যাপন করা হয়েছে।"
এ ছাড়া জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থানের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করা হয়।
এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।
