এনবিএফআইয়ের পরিচালক হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

ব্যাংক-বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) এর পরিচালক পদে যোগ দিতে গেলে— এখন থেকে প্রার্থীকে নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আজ বুধবার (১৬ এপ্রিল) শিক্ষাগত যোগ্যতা থাকার বিষয়টি উল্লেখ করে একটি সার্কুলার জারি করেছে।
এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে ফাইন্যান্স কোম্পানির পরিচালক, বিকল্প পরিচালক এবং মনোনীত বা প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্নাতক সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এর আগে পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা ও শেয়ার হোল্ডিং পারসেন্টেজ থাকার নিয়ম দেওয়া হয়েছিল, সেটি আগের মতোই থাকবে।
তবে আগের নির্দেশনাগুলোতে সব ধরণের পরিচালক পদে নিয়োগ পেতে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ ছিল না। নতুন নির্দেশনায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে।