চীনা শিল্পাঞ্চল ও মোংলা বন্দর আধুনিকীকরণে বড় বিনিয়োগের আশ্বাস

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ৭৫০ মিলিয়ন ডলারের ঋণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অর্ধেক চট্টগ্রামের চীনা শিল্পাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ হতে পারে।
এছাড়া মোংলা বন্দরের আধুনিকীকরণ প্রকল্পের পাশাপাশি সেখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে চিন্তাভাবনা চলছে। চীন ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ রাজি থাকলে তারা সেখানে বিনিয়োগ করবে।
রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আশিক চৌধুরী এ তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চীন ২ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা আগের ঋণভিত্তিক অর্থের তুলনায় ভিন্ন। ঋণ সহায়তা সুদসহ ফেরত দিতে হলেও বিনিয়োগের ক্ষেত্রে সেই অর্থ দেশীয় অর্থনীতিতে থেকে যায় এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে।
এবার চীনের ৩০টি কোম্পানি ১ বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা মূলত চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের ওপর নির্ভরশীল।
আশিক চৌধুরী জানান, আনোয়ারায় প্রায় ৮০০ একর জমির ওপর শিল্পাঞ্চল তৈরির কাজ চলছে। ২০২২ সালের পর প্রকল্পটির অগ্রগতি থমকে গেলেও গত তিন মাসে সরকার উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। চীনা কোম্পানিগুলোও এ অঞ্চলে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।
চীন সফরে স্বাস্থ্য খাতও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে জানান আশিক চৌধুরী। চীন থেকে প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুদান আসছে, যার মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার জন্য এবং ১০০ মিলিয়ন ডলার হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দ থাকবে। চিকিৎসকদের প্রশিক্ষণসহ বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল স্থাপন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে চীন এই সহায়তা দেবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনের বিনিয়োগের গুরুত্ব বাংলাদেশ উপলব্ধি করলেও এ সুযোগ এখনো সীমিত পরিসরে গ্রহণ করা হয়েছে। চীনা বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আরও প্রচেষ্টা চালাতে হবে।
গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে ৩৪টি চীনা কোম্পানি ১৬০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। চীন থেকে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করেন আশিক চৌধুরী।