প্রধান উপদেষ্টার চীন সফরে ইতিবাচক বিএনপি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে 'ইতিবাচক' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৩০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ড. ইউনূসের চীন সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি ইতিবাচক। ভূরাজনৈতিক কারণেই চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাটা জরুরি।"
একই সঙ্গে তিনি চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তবে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাতীয় নির্বাচন বিষয়ে দেওয়া বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে—এ প্রসঙ্গে টেনে এনে মির্জা ফখরুল বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার।"
তিনি আরও বলেন, 'গণতন্ত্রের শত্রুদের' ভারতে আশ্রয় দিয়ে নির্বাচন বিলম্বিত করলে সংকট আরও গভীর হবে।
বিএনপি ক্ষমতা লাভের জন্য নয়, জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায় উল্লেখ করে ফখরুল বলেন, "নির্বাচিত সরকারের শক্তি কখনোই একটি অনির্বাচিত সরকারের মতো নয়।"