প্রেমিকার সঙ্গে সন্তানদের পরিচয় করাননি ব্র্যাড পিট; নেপথ্যে অ্যাঞ্জেলিনা জোলি?

হলিউডের একসময়কার পাওয়ার কাপল ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। একসঙ্গে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই জুটির বিচ্ছেদ হয়েছে বহু আগে। কিন্তু বিচ্ছেদের পরেও দুই পক্ষের কাদা ছোঁড়াছুঁড়ির কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তারা। 'ফাইট ক্লাব' তারকার বিরুদ্ধে এখনও একের পর এক অভিযোগের তীর ছুঁড়ে চলেছেন জোলি। অন্যদিকে, ব্র্যাড পিট মজেছেন ইনেস দে র্যামন নামের এক জুয়েলারি ডিজাইনারের প্রেমে।
সাম্প্রতিক সময়ে ইনেস দে র্যামনের সঙ্গে প্রেমের সম্পর্ককে ঘিরে খবরের পাতায় উঠে এসেছেন 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' তারকা। তবে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার জটিলতা রয়েই গেছে। সাবেক এই জুটির ঘরে ছয় সন্তান রয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, পিট তার নতুন প্রেমিকার সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দিতে দ্বিধা বোধ করছেন। এর কারণ পিট-জোলির সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জটিলতা। ইউএস ডেইলির বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ব্র্যাড পিট চান আগে কিছু আইনি জটিলতার সমাধান করতে।

নতুন করে প্রেমে পড়তে দ্বিধা করেননি পিট। পল ওয়েসলির সাবেক প্রেমিকা ইনেস দে র্যামনের সঙ্গেই আপাতত আছেন তিনি। কয়েক সপ্তাহ আগে মেক্সিকোতে নতুন প্রেমিকার সঙ্গে দেখা গেছে তাকে। যদিও যতটা সম্ভব লোকচক্ষুর আড়ালেই থাকার চেষ্টা করছেন তারা।
ইউএস ডেইলি জানিয়েছে, ব্র্যাড পিটের ছেলেমেয়েরা এখনও জানে না তাদের বাবার নতুন প্রেমিকার কথা। তবে ব্র্যাড পিট ইনেস দে র্যামনকে খুবই ভালোবাসেন এবং তাদের সম্পর্ক ঠিকঠাক চলছে।
সূত্র আরও জানিয়েছে, 'তাদের দুজনের সম্পর্ক এখন ভালোই চলছে, তবে পরিবারের সঙ্গে র্যামনকে পরিচয় করিয়ে দিতে একটু সময় লাগবে।" এদিকে ব্র্যাড পিটের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও র্যামনকে পিটের প্রেমিকা হিসেবে 'নিশ্চিত' করেছেন।