সালমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, সমন জারি
বলিউড সুপারস্টার সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রিসহ আটজনকে জালিয়াতির অভিযোগে সমন পাঠিয়েছে পুলিশ। আগামী মঙ্গলবারের (১৩ জুলাই ) মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে।
অভিযুক্তরা সকলেই 'বিং হিউম্যান ফাউন্ডেশনে'র সঙ্গে যুক্ত আছেন। জানা গেছে, অরুণ গুপ্ত নামে এক ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন।
ওই ব্যবসায়ী অভিযোগ এনেছেন, তিনি 'বিং হিউম্যান জুয়েলারি' ব্র্য়ান্ডের জন্য সম্প্রতি তিন কোটি টাকা দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। ফলে স্বভাবতই তাকে সবরকম সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছিল সালমানের এই ব্র্যান্ডের পক্ষ থেকে। পাশপাশি এই শোরুমে রাখার জন্য সামগ্রীও পাঠানোর কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো কোনো সামগ্রী পাঠানো হয়নি 'বিং হিউম্যান'-এর পক্ষ থেকে।
চণ্ডিগড় থানার এসপি কেতন বনশাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'তাদেরকে ১৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।'
যদিও ওই ব্যবসায়ী অরুণ গুপ্ত জানিয়েছেন, তিনি প্রায় দেড় বছর আগে শোরুম খুলেছেন। বেশ কয়েকবার কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথাও হয়েছে তার। সেখান থেকে জিনিস পাঠানোর কথা বারবার বলা হলেও তারা কথা রাখেননি। ফলে আইনি ব্যবস্থার দ্বারস্থ হতে হয়েছে তাকে।
এই ব্যাপারে সালমান বা তার বোন কিংবা তাদের চ্যারিটি সংস্থা 'বিং হিউম্যান'-এর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
