বঙ্গবন্ধুর বায়োপিকে ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে নাবিলা!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ হচ্ছে- এ খবর পুরনো। নতুন খবর হলো, প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এই চলচ্চিত্রের জন্য চলছে অভিনেতা-অভিনেত্রী বাছাই। বঙ্গবন্ধুর সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা- এমন খবর আজ দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু 'আয়নাবাজি'খ্যাত এই নায়িকা জানালেন, তিনি এ ব্যাপারে এখনও নিশ্চিত নন।
চলচ্চিত্রটিতে ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করার কথা নাবিলার। 'রেনু' ডাকনামের এই চরিত্রের জন্য তিনি অডিশনও দিয়েছেন। তবে নাবিলা জানিয়েছেন, তার অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে কোনো গণমাধ্যমের সঙ্গেও তার কথা হয়নি বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেছেন।

জানা গেছে, জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে, ১৭ মার্চ তার জন্মদিনেই শুটিং শুরু হবে চলচ্চিত্রটির। এখানে বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ এবং খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
নাবিলা জানান, চলচ্চিত্রটিতে অভিনয়ের ব্যাপারে নির্মাতা ও তার টিমের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ার আগ পর্যন্ত এ নিয়ে কিছুই বলতে চান না। নতুন একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কাজে এখন তিনি ব্যস্ত। অমিতাভ রেজার পরিচালনায় সম্প্রতি একটি টিভিসির শুটিংও শেষ করেছেন নাবিলা।