ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় পরীমনি

'এশিয়ার ১০০ ডিজিটাল তারকা'র তালিকা প্রকাশ করেছে বিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস'। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ঢালিউড তারকা পরীমনি।
সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ''ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। 'আমার প্রেম আমার প্রিয়া' ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন। এদিকে, করোনা মহামারির কারণে স্থগিত থাকার পর তার অভিনীত 'বিশ্বসুন্দরী' ছবিটি অবশেষে মুক্তি পেয়েছে।''
এ তালিকায় জায়গা দেওয়া হয় এশিয়ান অঞ্চল থেকে ডিজিটাল দুনিয়ায় বছরজুড়ে দাপট দেখানো গায়ক, ব্যান্ড ও অভিনয় শিল্পীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে জোরাল উপস্থিতির মাধ্যমে তারা এই বৈশ্বিক মহামারিকালে সারা দুনিয়ার অনুরাগীদের নানাভাবে প্রেরণা জুগিয়েছেন।
তালিকার শুরুতেই রয়েছে হালের আলোড়িত কে-পপ গ্রুপ 'ব্ল্যাকপিংক'। লিসা (২৩), জেনি (২৪), রোজ (২৩) ও জিসু (২৫)-এই চার তরুণীর গড়া দক্ষিণ কোরিয়ান পপ দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা সে দেশের মধ্যে সর্বোচ্চ।
এ তালিকায় ভারত থেকে জায়গা পেয়েছেন ১২ তারকা। এদের মধ্যে রয়েছেন আমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অক্ষয় কুমার ও শ্রেয়া ঘোষাল।

'এশিয়ার ১০০ ডিজিটাল তারকা'র পূর্ণাঙ্গ তালিকা:
১। ব্ল্যাকপিংক [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
২। জ্যাকসন ই [অভিনেতা ও গায়ক; চীন]
৩। দেবিকা হর্নি [অভিনেত্রী; থাইল্যান্ড]
৪। অমিতাভ বচ্চন [অভিনেতা; ভারত]
৫। চি পু [অভিনেত্রী, গায়িকা; ভিয়েতনাম]
৬। বিটিএস [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
৭। মারিও মুরার [অভিনেতা; থাইল্যান্ড]
৮। জু দংগিও [অভিনেত্রী; চীন]
৯। মেডে [ব্যান্ড; তাইওয়ান]
১০। রেবেল উইলসন [অভিনেত্রী; অস্ট্রেলিয়া]

১১। জে চু [অভিনেতা ও গায়ক; তাইওয়ান]
১২। কেন্তো ইয়ামাজাকি [অভিনেতা; জাপান]
১৩। টোয়াইস [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
১৪। সিতি নুরহালিজা [গায়িকা; মালয়েশিয়া]
১৫। জেনি ওইজেল [অভিনেত্রী ও গায়িকা; থাইল্যান্ড]
১৬। ইজন চ্যান [গায়ক; হংকং]
১৭। অক্ষয় কুমার [অভিনেতা; ভারত]
১৮। রুবি রোজ [অভিনেত্রী; অস্ট্রেলিয়া]
১৯। লি মিন-হো [অভিনেতা; দক্ষিণ কোরিয়া]
২০। ম্যারিয়ান রিভেরা-ডান্টেস [অভিনেত্রী; ফিলিপাইন]

২১। রিচ ব্রায়ান [র্যাপার; ইন্দোনেশিয়া]
২২। জোলিন সাই [গায়িকা; তাইওয়ান]
২৩। নাওমি ওয়াটানাবে [অভিনেত্রী ও কমেডিয়ান; জাপান]
২৪। হিউ জ্যাকম্যান [অভিনেতা; অস্ট্রেলিয়া]
২৫। আলিয়া ভাট [অভিনেত্রী; ভারত]
২৬। এক্সো [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
২৭। ভিক্টোরিয়া সং [অভিনেত্রী ও গায়িকা; চীন]
২৮। কে জে অ্যাপা [অভিনেতা ও গায়ক; নিউজিল্যান্ড]
২৯। মাহিরা খান [অভিনেত্রী; পাকিস্তান]
৩০। ট্রয়ি সিভ্যান [গায়ক; অস্ট্রেলিয়া]

৩১। দং নি [গায়িকা; ভিয়েতনাম]
৩২। শাহরুখ খান [অভিনেতা; ভারত]
৩৩। স্টেফানি সান [গায়িকা; সিঙ্গাপুর]
৩৪। কিকো মিজুহারা [অভিনেত্রী ও মডেল; জাপান]
৩৫। ক্রিস উ [অভিনেতা ও গায়ক; চীন]
৩৬। ফোব টনকিন [অভিনেত্রী; অস্ট্রেলিয়া]
৩৭। রেড ভেলভেট [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
৩৮। ক্রিস হেমসওয়ার্থ [অভিনেতা; অস্ট্রেলিয়া]
৩৯। আম পাতচ্রাপা [অভিনেত্রী; থাইল্যান্ড]
৪০। আতিফ আসলাম [গায়ক; পাকিস্তান]

৪১। কিম চিউ [অভিনেত্রী ও গায়িকা; ফিলিপাইন]
৪২। আরাশি [ব্যান্ড; জাপান]
৪৩। সাই সাই খাম লেং [অভিনেতা ও গায়ক; মিয়ানমার]
৪৪। জেকুলিন ফার্নান্দেজ [অভিনেত্রী; শ্রীলংকা]
৪৫। নাম জু-হিয়ুক [অভিনেতা; দক্ষিণ কোরিয়া]
৪৬। ইয়াং মি [অভিনেত্রী ও গায়িকা; চীন]
৪৭। রণবীর সিং [অভিনেতা; ভারত]
৪৮। চিন্টা লরা কেইল [অভিনেত্রী ও গায়িকা; ইন্দোনেশিয়া]
৪৯। সেভেনটিন [ব্যান্ড; দক্ষিণ কোরিয়া]
৫০। ত্রান থান [অভিনেতা; ভিয়েতনাম]

৫১। ম্যারগট রবি [অভিনেত্রী; অস্ট্রেলিয়া]
৫২। অ্যাঞ্জেলাবেবি [মডেল ও অভিনেত্রী; হংকং]
৫৩। অ্যাগনেজ মো [গায়িকা; ইন্দোনেশিয়া]
৫৪। জাও লিয়িং [অভিনেত্রী; চীন]
৫৫। হৃত্বিক রোশন [অভিনেতা; ভারত]
৫৬। হিউনা [গায়িকা; দক্ষিণ কোরিয়া]
৫৭। কেইথ আরবান [গায়ক; অস্ট্রেলিয়া]
৫৮। লি সাং-কিয়ুং [অভিনেত্রী; দক্ষিণ কোরিয়া]
৫৯। জ্যাকসন ওয়াং [গায়ক; হংকং]
৬০। নেহা কক্কর [গায়িকা ও অভিনেত্রী; ভারত]

৬১। জি চ্যাং-উক [অভিনেতা; দক্ষিণ কোরিয়া]
৬২। লু হান [গায়ক ও অভিনেতা; চীন]
৬৩। আন কার্টিস [অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা; ফিলিপাইন]
৬৪। শহীদ কাপুর [অভিনেতা; ভারত]
৬৫। দিলরবা দিলমুরাত [অভিনেত্রী ও গায়িকা; চীন]
৬৬। অ্যাঞ্জেল লকসিন [অভিনেত্রী; ফিলিপাইন]
৬৭। রোলা [অভিনেত্রী ও মডেল; জাপান]
৬৮। মাধুরী দীক্ষিত [অভিনেত্রী; ভারত]
৬৯। ওয়াং ইবো [অভিনেতা ও গায়ক; চীন]
৭০। পরীমনি [অভিনেত্রী; বাংলাদেশ]

৭১। জেজে লিন [গায়ক; সিঙ্গাপুর]
৭২। নিলোফা [অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা; মালয়েশিয়া]
৭৩। ক্রিস্টাল জুং [অভিনেত্রী ও গায়িকা; দক্ষিণ কোরিয়া]
৭৪। কুন [অভিনেতা ও গায়ক; চীন]
৭৫। ক্যাথরিন ল্যাংফোর্ড [অভিনেত্রী; অস্ট্রেলিয়া]
৭৬। কেন্সি ইয়োনেজু [গায়ক; জাপান]
৭৭। জে.ই.এম. [গায়িকা; হংকং]
৭৮। ক্যাটরিনা কাইফ [অভিনেত্রী; ভারত]
৭৯। আইইউ [গায়িকা ও অভিনেত্রী; অস্ট্রেলিয়া]
৮০। এডি পেং [অভিনেতা; তাইওয়ান]

৮১। জু ইলং [অভিনেতা; চীন]
৮২। রাইসা [গায়িকা; ইন্দোনেশিয়া]
৮৩। ভাইস গান্ডা [কমেডিয়ান; ফিলিপাইন]
৮৪। আয়মান খান [অভিনেত্রী; পাকিস্তান]
৮৫। লি দং-উক [অভিনেতা; দক্ষিণ কোরিয়া]
৮৬। ক্যাথরিন বার্নান্দো [অভিনেত্রী; ফিলিপাইন]
৮৭। লি সিয়ান [অভিনেতা; চীন]
৮৮। উরাসায়া স্পারবান্ড [অভিনেত্রী; থাইল্যান্ড]
৮৯। কিম সো-হিয়ুন [অভিনেত্রী; দক্ষিণ কোরিয়া]
৯০। ডনি ইয়েন [অভিনেতা; হংকং]

৯১। আনুশকা শর্মা [অভিনেত্রী; ভারত]
৯২। হ্যারি ওয়াং [অভিনেতা ও গায়ক; চীন]
৯৩। সানমি [গায়িকা; দক্ষিণ কোরিয়া]
৯৪। ওয়াট হামোনে সুই য়ি [অভিনেত্রী; মিয়ানমার]
৯৫। হুয়া চেনিউ [গায়ক; চীন]
৯৬। শ্রেয়া ঘোষাল [গায়িকা; ভারত]
৯৭। বায়ে সুজি [অভিনেত্রী; দক্ষিণ কোরিয়া]
৯৮। সারা গেরোনিমো [অভিনেত্রী ও গায়িকা; ফিলিপাইন]
৯৯। ইয়াং জি [অভিনেত্রী; চীন]
১০০। পার্ক শিন-হি [অভিনেত্রী; দক্ষিণ কোরিয়া]
- সূত্র: ফোর্বস