পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার সাবেক গৃহপরিচারিকা।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পিংকি আক্তার নামের ওই নারী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পরীমনি ও তার এক সহযোগী সৌরভের (২৮) বিরুদ্ধে মামলা করেন।
বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে আগামী ৮ মে'র মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান বলেন, একটি এজেন্সির মাধ্যমে গত মার্চ মাসে পিংকি পরীমনির বাসায় কাজ শুরু করেন।
তিনি বলেন, 'গত ২ এপ্রিল পরীমনি মাদক সেবনের পর পিংকিকে গালিগালাজ শুরু করেন। তার সন্তানের দুধ খাওয়ানো নিয়ে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পিংকি বলেন, চার্ট অনুযায়ী তখন দুধ দেওয়ার সময় ছিল। এরপরই পরীমনি পিংকির মুখে ও মাথায় এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড় মারেন। এক পর্যায়ে পিংকি অচেতন হয়ে পড়েন।
'এ সময় আরেক আসামি সৌরভ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি পরীমনিকে না থামিয়ে বরং আরও মারধরের জন্য উসকানি দেন।'
পরে ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকেন এবং বাসা থেকে বেরিয়ে আসেন। তিনি পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।