রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদ গত এক বছরে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। ফোর্বসের তালিকায় রাশিয়ার সবচেয়ে ধনী ১৪৬ জন বিলিয়নিয়ারের নাম রয়েছে।
লুকঅয়েল তেল কোম্পানির সাবেক প্রধান ভাগিত আলেকপারভ দ্বিতীয় বছরের মতো ফোর্বসের রুশ ধনীদের তালিকার শীর্ষে রয়েছেন। তার সম্পদের মূল্য ২৮.৭ বিলিয়ন ডলার। ২০২২ সালে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রিনি লুকঅয়েলের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।
আলেক্সেই মোরদাশভ ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সম্পদের মূল্য ২৮.৬ বিলিয়ন ডলার। গত বছরের তালিকায় তিনি চতুর্থ স্থানে ছিলেন।
ফোর্বস জানিয়েছে, তালিকায় ১৫ জন সম্পূর্ণ নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে ধনী ভারতীয় বংশোদ্ভূত ভিক্রম পুনিয়া। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফার্মাসিনটেজের মালিক। ফোর্বসের তালিকা অনুযায়ী, তার সম্পদের মূল্য ২.১ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকায় নাম থাকা কোনো রুশ বিলিয়নিয়ারকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
সবচেয়ে ধনী ১০ রুশ বিলিয়নিয়ার যথাক্রমে: ভাগিত আলেকপারভ (২৮.৭ বিলিয়ন ডলার), আলেক্সেই মোরদাশভ (২৮.৬ বিলিয়ন ডলার), লিওনিদ মিখেলসন (২৮.৪ বিলিয়ন ডলার), ভ্লাদিমির লিসিন (২৬.৫ বিলিয়ন ডলার), ভ্লাদিমির পোতানিন (২৪.২ বিলিয়ন ডলার), জেনাডি টিমচেঙ্কো (২৩.২ বিলিয়ন ডলার), আন্দ্রেই মেলনিচেঙ্কো (১৭.৪ বিলিয়ন ডলার), পাভেল দুরোভ (১৭.১ বিলিয়ন ডলার), আলিশের উসমানভ (১৬.৭ বিলিয়ন ডলার) এবং সুলেমান কেরিমভ ও পরিবার (১৬.৪ বিলিয়ন ডলার)।