প্রয়াত সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খান

প্রয়াত হয়েছেন সংগীত পরিচালক ওয়াজিদ খান। জনপ্রিয় সাজিদ-ওয়াজিদ জুটির অংশ ছিলেন তিনি। ওয়ানটেড, ডাবাং, এক থা টাইগার প্রভৃতি ছবিতে সংগীত দিয়েছেন এই জুটি।
গতকাল রোববার গভীর রাতে মারা যান ওয়াজিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
তিনি করোনায় মারা গেছেন বলে অনেকে অনুমান করেছিল। তবে আপাতত জানা যাচ্ছে যে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।
সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট এই সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন মুম্বাইয়ের চেম্বুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ। সেখানেই দ্রুত তার পরিস্থিতির অবনতি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
বার্তা সংস্থা পিটিআই-কে সেলিম জানান, অনেক শারীরিক সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। কিডনির সমস্যা ছিল সবচেয়ে বেশি। একবছর আগে ট্রান্সপ্লান্ট হয়। কিন্তু তারপর কিডনি ইনফেকশন হয় তার। গত কয়েকদিন ধরে ভেন্টিলেটরে ছিলেন ওয়াজিদ। কিন্তু আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
সালমন খানের বহু ছবিতে কাজ করেছেন ওয়াজিদ। ১৯৯৮ সালে 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া' দিয়ে শুরু। এরপর গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, দাবাঙ্গ- সব ছবিতেই সংগীতের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন ওয়াজিদ।
তিনি প্লেব্যাকও করেন বেশ কিছু গানে। হালে সালমনের ভাই ভাই ও প্যায়ার কারোনা গানেও সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ জুটি। আইপিএল ৪-এর থিম সং ধুম ধাড়াকাও তাদের সৃষ্টি।