জয়ললিতার বায়োপিকের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা

ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। পরিচালক বিজয় লডস জানালেন, চরিত্রটি নিখুঁত করে তুলতে ১০ কেজি ওজন বাড়িয়েছেন এই বলিউড তারকা।
প্রয়াত জয়ললিতা শুধু খ্যাতিমান রাজনীতিকই ছিলেন না; ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও ভরতনট্যম শিল্পী। সুশ্রী এই মানুষটির চরিত্রে নিজেকে মানিয়ে নিতে, তার মতো শারীরিক গড়নের কাছাকাছি নিজেকে পৌঁছে দিতে বেশ খাটতে হয়েছে কঙ্গনাকে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিজয় জানান, অভিনেত্রী হিসেবে কঙ্গনা দারুণ পরিশ্রমী। তারকারা সাধারণত স্বাস্থ্য সচেতন বলে ওজন কমানোর জন্য অনেক কসরত করেন। ওজন বাড়াতে তাদের রাজি করানো সহজ নয়। অথচ কঙ্গনা হাসিমুখেই সেটি মেনে নিয়েছেন। একজন বিচক্ষণ অভিনেত্রী হিসেবে শুটিংয়ে তিনি সবসময়ই বাকিদের সাহায্য করেছেন। চরিত্রটির খুঁটিনাটি সবকিছু বারবার প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিয়েছেন। এই চলচ্চিত্রের জন্য ধ্রূপদী নৃত্যের তালিমও নিয়েছেন ‘গ্যাংস্টার’খ্যাত এই তারকা।
কী করে ওজন বাড়ালেন কঙ্গনা- এ নিয়ে অনেকেরই কৌতূহলের শেষ নেই। কেউ কেউ বলছেন, তিনি নাকি ‘হরমোন ট্যাবলেট’ সেবন করেছেন। বিষয়টি স্বীকার করে তিনি নিজেই জানান, ‘ভরতনাট্যম শিল্পী জয়ললিতার চেহারা ও শারীরিক গড়ন খুব সুন্দর ছিল। সেই অবয়ব, বিশেষ করে উরু ও পেটের চারপাশটা তার মতো বানানোর জন্য পিলের প্রয়োজন ছিলই।

অন্যদিকে, আমার মুখ তার মতো গোলাকার নয়; বরং কৌনিক। আবার, আমি তারচেয়ে বেশি লম্বা এবং শুকনো। তাই ওজন বাড়ানোর জন্য খাবার খাওয়া বাড়ানোর পাশাপাশি হরমোন পিলের হালকা ডোজও আমাকে নিতে হয়েছে।'
কঙ্গনার ভূয়সী প্রশংসা করে প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি জানান, ‘চরিত্রটির মধ্যে তিনি অনবদ্যভাবে ঢুকে গেছেন। দর্শকের সামনে চলচ্চিত্রটি হাজির করার জন্য তাই উত্তেজনায় ছটফট করছি আমরা!’
২৬ জুন মুক্তি পেতে যাওয়া এই বায়োপিকে তামিলনাড়ুর আরেক সাবেক মুখ্যমন্ত্রী ও তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রয়াত এম. জি. রামচন্দ্রণের ভূমিকায় অভিনয় করছেন অরবিন্দ স্বামী।